বাজিতপুরে ধানক্ষেত থেকে লাশ উদ্ধার

দিলোয়ার হোসেন (মাসুম) কিশোরগঞ্জ :
প্রকাশের সময়: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪ । ৮:৪২ অপরাহ্ণ

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায় লেবু মিয়া (৬০) নামের এক কৃষকের হাত- পা ও মুখ বাঁধা অবস্থায় এক গালা কাটা লাশ উদ্ধার করেন পুলিশ।

আজ রবিবার দুপুরে পিরিজপুর ইউনিয়নের সুলতানপুর গ্রাম থেকে একটু দূরে ধান ক্ষেত লাশটি এলাকাবাসী দেখতে পেলে পুলিশকে খবর দেয়। স্থানীয় পুলিশ এসে লাশটি উদ্ধার করে।নিহত লেবু মিয়া ফিরোজপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত মোঃ সুন্দর আলীর ছেলে।

এলাকাবাসী এবং পরিবার সূত্রে জানা যায় নিহত লিবু মিয়া শনিবার সন্ধ্যা বাড়ি থেকে বের হয়ে যায় ঐ রাতে আর ফিরে আসেনি তার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির করার পরেও তার সন্ধান পায়নি। রবিবার দুপুর এক ঘঠিকার সময় বাড়ির পাশে ধান ক্ষেতে হাত -পা ও গলা কাটা অবস্থায় এলাকাবাসী তার লাশ দেখতে পান।

স্থানীয় পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুরাদ হোসেন বলেন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন