সুন্দরগঞ্জে নাতি- নাতির বউয়ের লাঠির আঘাতে দাদার মৃত্যু

মোঃ রিয়াদ হাসান, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :
প্রকাশের সময়: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪ । ৬:১৪ অপরাহ্ণ

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে নাতি ও নাতির বউয়ের হাতে দাদা আব্দুল খালেক ভোলার (৭০) মৃত্যুর অভিযোগ উঠেছে।

এ ঘটনার পর অভিযুক্ত নাতি আলম মিয়া (৩৫) পিতা-মৃত হবিবর রহমান, ও নাতি বউ রেখা বেগম (৩০) কে পুলিশ আটক করেছে।

রবিবার (২০ অক্টোবর) রাত ৯ টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ কাঠগড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক ভোলা একই গ্রামের মৃত আছর প্রামানিকের ছেলে।

স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন হতে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। রবিবার রাতে সামান্য ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাক- বিতণ্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে নাতি-নাতি বউ ও দাদার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। নাতি ও নাতি বউয়ের হাতে থাকা লাঠির আঘাতে দাদা আব্দুল খালেক মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

সুন্দরগঞ্জ অফিসার ইনচার্জ সেলিম রেজা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন