হেমন্তের শুরুতে দুমকিতে শীতের আগমনী বার্তা

জেলা প্রতিনিধি পটুয়াখালী :
প্রকাশের সময়: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪ । ৯:১০ অপরাহ্ণ

হেমন্তের শুভাগমনে ভোররাতে টিনের চালায় কুয়াশাচ্ছন্ন শিশিরের টুপটাপ শব্দে পটুয়াখালীর দুমকিতে শীতের আমেজ শুরু হয়েছে। দিনের বেলায় সামান্য ভ্যাপসা গরম অনুভুত হলেও রাতে হালকা কুয়াশার চাঁদরে ঢেঁকে যায়। রাত যত গভীর হয় মিষ্টি শীতের ইমেজ তত অনুভুত হয়। সকালে হেমন্তের শিশির বিন্দু সবুজ ধান ক্ষেতে ও পথ প্রান্তরে ঘাস যুক্ত মেঠো পথ সাদা রঙের আবরনে খুব সুন্দর অপরূপ দৃশ্য জানান দিচ্ছে শীতের আগমন। ভোরে সোনালী সূর্যের আলোর ঝলকানি মৃদু ঠান্ডা বাতাসে ফসলের উপর শিশির কণা দুলছে।

ভোর রাতে গাছ পালা ও ঘরের টিনের চালায় শিশির বিন্দুর টুপটাপ শব্দে মনে হয় বৃষ্টি হচ্ছে। তার সাথে ঠান্ডা অনুভুত হ‌ওয়ায় ঘুমের মাত্রা বেড়ে যায়। ঠান্ডা বেড়ে যাওয়ায় গৃহবধূরা হালকা শীতবস্ত্র, কাঁথা, কম্বল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। নানা বয়সী মানুষ সকালে হালকা শীতের পোশাক পড়া শুরু করে দিয়েছে। অপরদিকে তীব্র শীত মোকাবেলায় গ্রাম-গঞ্জ, হাট বাজারের লেপ তোষকের দোকান ও কারিগরদের কর্মতৎপরতা বৃদ্ধি পেয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন