
নরসিংদীর কারার চর মৌলভী তোফাজ্জ্বল হোসেন উচ্চ বিদ্যালয়ে” জাতীয় নিরাপদ সড়ক চাই”শীর্ষক জনসচেতনতা মূলক,সেমিনার ও আলোচনা সভা, গত ২১ইং, অক্টোবর, সোমবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ সাজ্জাদ পারভেজ বিঞ্জ এক্সিকিউটিভ মেজিস্ট্রেট নরসিংদী, মোহাম্মদ ওবায়দুল হক প্রধান শিক্ষক কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়, শেখ মোঃ ইমরান সহকারী পরিচালক (ইঞ্জি)বিআরটিএ নরসিংদী, মোঃ আবুল বাশার আকন্দ ট্রাফিক ইন্সপেক্টর নরসিংদী জেলা পুলিশ নরসিংদী, মোঃ রাসেল আহম্মেদ মটর যান পরিদর্শন বিআরটিএ নরসিংদী, এডভোকেট ফয়সাল সরকার সাধারণ সম্পাদক নিরাপদ সড়ক চাই (নিসচা) নরসিংদী জেলা শাখা, আব্দুল হান্নান মানিক সভাপতি নিরাপদ সড়ক চাই (নিসচ) শিবপুর উপজেলা শাখা প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষার্থীগন।