সুর্যসেনা সাহিত্য পরিষদে বিশেষ কবিতা প্রতিযোগিতায় সম্মাননা প্রদান

কুড়িগ্রাম থেকে :
প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪ । ১২:৩২ অপরাহ্ণ

সূর্যসেনা সাহিত্য পরিষদের বর্ষসেরা বিশেষ কবিতা প্রতিযোগিতা-২০২৪ এ সেরা কবি হিসেবে দ্বিতীয় স্থান লাভ করেছেন কুড়িগ্রাম থেকে,কবি ও সাহিত্যিক মোঃ আশিকুর সরকার রাব্বি। এবং সেই সাথে তাকে সুর্যসেনা সাহিত্য পরিষদ থেকে সেরা লেখক সম্মাননা ও পাঠক সম্মাননায় ভূষিত করেছেন সুর্যসেনা সাহিত্য পরিষদ। জানা যায় সুর্যসেনা সাহিত্য পরিষদ কবিতা প্রতিযোগিতা ২০২৪ এ একাধিক কবি ও সাহিত্যিক অংশগ্রহণ করেন। কিন্তু এরমধ্যে একাধিক কবি ও সাহিত্যিকদের মধ্যে সেরা কবি হিসেবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্যায়ে সর্বমোট চারজন কবি বিচারকদের চোখে সিলেক্টেড হয়।

এরমধ্যে কুড়িগ্রাম জেলা থেকে কবি মোঃআশিকুর সরকার (রাব্বি) দ্বিতীয় স্থান লাভ করেন। কুড়িগ্রাম থেকে আশিকুর সরকার রাব্বি দ্বিতীয় স্থান লাভ করায়, সূর্যসেনা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক,কবি,সাহিত্যিক ও সংগঠক, মোঃ আবুল কালাম আজাদ, তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েন।

এবিষয়ে দ্বিতীয় স্থান অধিকার করায় কবি আশিকুর সরকার (রাব্বি) বলেন, কবিতা জগতে এই সম্মাননা আমার প্রথম প্রাপ্তি, এবং আমাকে উক্ত কবিতা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান দেয়ায়, সূর্যসেনা সাহিত্য পরিষদের সকল এডমিন,কবি ও সাহিত্যিকদের কাছে আমি কৃতজ্ঞ জ্ঞাপন করছি। সেই সাথে সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন