বান্দরবানে সেনা জোনের ভিক্টরী টাইগার্স এর ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

অসীম রায় (অশ্বিনী) বান্দরবান :
প্রকাশের সময়: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪ । ১২:৫২ অপরাহ্ণ

দেশ ও ইউনিফর্মের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান বলেন -রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান।
বান্দরবানে সেনা জোনের উদ্যোগে ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ভিক্টরী টাইগার্স এর ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে সেনা জোনের ইউনিট প্রশিক্ষণ মাঠে এই প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান। এসময় তিনি ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ভিক্টরী টাইগার্স-এর ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করেন। আলোচনা শেষে প্রীতিভোজে অংশ নেন অতিথিরা।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, জোন কমান্ডার মাহমুদুল হাসান, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, জোন ইউনিটের সেনা সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জোন প্রশিক্ষণ মাঠে বিকালে খেলাধুলা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন