
কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগের সদস্য আব্দুল কাইয়ুম খোকনকে গ্রেফতার করেছে হোসেনপুর থানার পুলিশ।মঙ্গলবার (২২ অক্টোবর) রাত আনুমানিক ৯টা দিকে হোসেনপুর নতুন বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।হোসেনপুর থানা ভারপ্রাপ্ত (ওসি) মারুফ হোসেন, বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুল কাইয়ুম খোকন হোসেনপুর উপজেলা আড়াইবাড়িয়া ইউনিয়নের মৃত কেরামত আলী বেপারী ছেলে।জানা যায়, কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে কিশোরগঞ্জ মডেল থানায় করা মামলার আব্দুল কাইয়ুম খোকন কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হোসেনপুর পৌরসভা দুইবার মেয়র নির্বাচিত হন। এবং কিশোরগঞ্জ আওয়ামী লীগের সদস্য ছিলেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নতুন বাজার থেকে আব্দুল কাইয়ুম খোকন কে গ্রেফতার করা হয়েছে।