
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম, ভুরুঙ্গামারী বাসী ফেসবুক গ্রুপের ১০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। “আমরা সাধারণে অসাধারণ কিছু করব” স্লোগান নিয়ে ২৩ অক্টোবর ২০২৪, বুধবার দুপুর ১২ টায় তিলাই ইউনিয়ন পরিষদ শিশু পার্কে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির প্রচার সম্পাদক আবু সুফিয়ান পারভেজ। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান কামরুল।
অনুষ্ঠানে বাংলাদেশ বেতার রংপুরের কণ্ঠশিল্পী আব্দুল মালেক সরকার ও কণ্ঠশিল্পী শাহাদুল্লাহ মিলনসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গ্রুপের এডমিন প্যানেলের পক্ষ থেকে বক্তব্য রাখেন নাজমুল ইসলাম। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এডমিন সদস্যরা, যা গ্রুপের সাফল্য ও সদস্যদের উদ্যোগের প্রমাণ।
এডমিন হিসেবে ছিলেন নাজমুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান মিন্টু, প্রধান উপদেষ্টা ফরিদা ওহাবী, এবং মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর আলম, ফুলকুমার, আসাদুল, শুভ, এরশাদুল ইসলাম, সিমা খাতুন, আশা শেখ, আমির ফয়সাল, লাভলী খাতুন, ফারুক মিয়া, সবুজ খান, নুসরাত ফারিয়া সিনহা ও আলমগীর হোসেন।
এই বিশেষ অনুষ্ঠানটি ছিল একটি স্মরণীয় দিন, যা ভূরুঙ্গামারী বাসী গ্রুপের সাফল্যের নতুন অধ্যায়ের সূচনা করলো।