
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের উদ্যোগে ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) আনুমানিক সাড়ে ১১ টার সময় এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: ফারুক হোসেন বাবু, যুগ্ম আহবায়ক মো: আল-আমিন কানন, সদস্য আবিদ হাসান মীম, ৫নং সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: আব্দুল্লাহ আল লিমন এবং তিলাই ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ বিন মুমিন স্বদেশ সহ শিক্ষার্থীবৃন্দ।
কর্মসূচিতে ছাত্রদল নেতারা শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করেন। বৃক্ষরোপণের মাধ্যমে ক্যাম্পাসকে আরও সুন্দর করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। এই উদ্যোগটি শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ এবং সামাজিক অবদান স্থাপনের এক নতুন পথ প্রশস্ত করবে।