
২৫ অক্টোবর: দ্রব্য মুল্যের উর্ধগতি, ভেজাল ও নকল খাদ্য সামগ্রী বিক্রি রোধে পাবনার বিভিন্ন হাট বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
অধিদপ্তরের সহকারি পরিচালক মাহমুদুল হাসান, রনির নেতৃত্বে এ আদালত সকালে চিনাখড়া হাট, মাসুমবাজার এবং বিকেলে সাথিয়া বাজারে অভিযান চালিয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রয় করায় পেঁয়াজের আড়ত ৩হাজার টাকা, বেশি দামে মুরগী ও ডিম বিক্রির দায়ে দুটি দোকানে ১৩ হাজার টাকা, ভেজাল চাল ও লবন বিক্রি করায় চারটি প্রতিষ্ঠান কে ৪৮ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এছাড়া মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে বিভিন্ন ফার্মেসীকে ২০ হাজার টাকা জরিমানা