মোংলা পোর্ট পৌরসভা ভ‍্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি সালাম,সম্পাদক শহীদ নির্বাচিত

শেখ মহিউদ্দিন, (বাগেরহাট) জেলা প্রতিনিধি :
প্রকাশের সময়: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪ । ১১:০২ পূর্বাহ্ণ

মোংলা পোর্ট পৌরসভা ভ‍্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫অক্টোবার) ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটি উপস্থিত সকলের মাঝে ফলাফল ঘোষণা করেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সভাপতি পদে আব্দুস সালাম ব্যাপারী (ছাতা) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।আর হাওলাদার শহিদুল ইসলাম (কলস) প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি আবুল বাসার ব্যাপারী, আবুল বাসার মৃধা, সহ-সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, শহিদুল ইসলাম জীবন, সাংগঠনিক সম্পাদক বেল্লাল গাজী, কোষাধ্যক্ষ রিয়াদ হোসেন, প্রচার সম্পাদক দুলাল মোল্যা, দপ্তর সম্পাদক শুক্কুর, ক্রীড়া সম্পাদক বেল্লাল শেখ, সদস্য মোঃ লিটন, মিলন, এমরান, খলিলুর রহমান। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন, বিএনপি নেতা মাহবুবুর রহমান মানিক, প্রিজাইডিং অফিসার জামায়াত নেতা মোঃ ইয়াকুব আলী ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বিএনপি নেতা মোঃ শাহজাহান ফকির।

এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৭৩২জন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মাহবুবর রহমান মানিক বলেন, শান্তিশৃঙ্খার মধ‍্য দিয়ে সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।তিনি নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন