
অদ্য ২৫-১০-২০২৪খ্রিঃ রোজ শুক্রবার দুপুর ১২.০০ ঘটিকায় মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব মোঃ ময়নুল ইসলাম, এনডিসি মহোদয় পঞ্চগড় সার্কিট হাউজ এ পৌছালে মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান পঞ্চগড় জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
ফুলেল শুভেচ্ছা শেষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব কনক কুমার দাস এর নেতৃত্বে জেলা পুলিশের একটি চৌকস দল মহোদয়কে Gard of Honour প্রদান করেন। Gard of Honour শেষে মহোদয় উপস্থিত অফিসারদের সাথে কুশলাদি বিনিময় করেন। (সংক্ষেপিত)