মাধবপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১জন

স্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
প্রকাশের সময়: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪ । ৭:২৩ অপরাহ্ণ

হবিগঞ্জের মাধবপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ একজন কে গ্রেফতার করেছে হবিগঞ্জ জেলা শাখার ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত আসামি হলেন- মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ০৬নং ওয়ার্ড এর পরমানন্দপুর গ্রামের মো: কামাল হোসেন স্ত্রী মোছাঃ আমেনা আক্তার (৪৫)।

এই বিষয়ে ২৫ অক্টোবর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা’র জিডি করা হয়েছে। যাহার জিডি নং-৩১৭।

হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ রেজাউল হক খান দিকনির্দেশনায় হবিগঞ্জ গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম নেতৃত্বে ও এসআই(নিঃ) মোহাম্মদ শিহাব উদ্দিন ও এএসআই মোহাম্মদ আঃ আলীম সংঙ্গীয় ফোর্সসহ
রাতে মাধবপুর থানাধীন শাহজাহানপুর ইউনিয়নের ০৬নং ওয়ার্ড এর পরমানন্দপুর সাকিনস্থ জনৈক মোঃ শামসুল হক পিতা হাবিবুর রহমানের বসত ঘরের সামনের রাস্তার উপর হইতে সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার মধ্য হতে তেলিয়াপাড়া বাজারে রেল গেইট বিশেষ অভিযান চালিয়ে ১২ (বারো) কেজি গাঁজাসহ মোছাঃ আমেনা আক্তার (৪৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারের বিষয় নিশ্চিত করেন, হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম। আসামীদেরকে গ্রেফতারের জন্য অভিযান চলমান। উক্ত বিষয়ে নিয়মিত মামলা প্রক্রিয়াধীণ রয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন