কুড়িগ্রাম উলিপুরে জামায়াতে ইসলামীর গণজমায়েত অনুষ্ঠিত

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
প্রকাশের সময়: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪ । ৭:২৪ অপরাহ্ণ

কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৬ অক্টোবর) বি‌কে‌লে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ‌্যান্ড কলেজ মাঠে (২০০৬ সালের ২৮ অক্টোবর) আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার আঘাতে ঢাকাসহ সারা দেশে ২৬জন জামায়াত-শিবিরের নেতাকর্মীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ১৬ বছর পর জামায়াতের এ গণজমায়েত অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ মশিউর রহমান।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী।

প্রধান অতিথির বক্ত‌ব্যে জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী ব‌লেন, স্বৈরাচার হা‌সিনার পেতাত্মারা বাংলা‌দেশ জামায়া‌তে ইসলামী ও ছাত্র শি‌বি‌রের শত শত নেতাকর্মী‌কে হত‌্যা ক‌রে লা‌শের ওপর নৃত‌্য ক‌রে‌ছে। এসব হত‌্যাকা‌ণ্ডের বিচার বাংলার মা‌টি‌তে হ‌বে। জামায়া‌তে ইসলাম ক্ষমতায় গে‌লে দে‌শের জনগ‌নের জানমা‌লের নিরাপত্তা নি‌শ্চিত করা হ‌বে ব‌লেও জানান তি‌নি।
বক্তারা বলেন, গত ১৬ বছরে আমরা কোথাও সমাবেশ করতে পারেনি। যার ভয়ে আমরা সমাবেশ করতে পারিনি সেই খুনি আ’লীগ সরকার পালিয়ে ভারতে গেছেন। আমরা তাকে আর বাংলাদেশে দেখতে চাইনা। যে বউ পালিয়ে যায়, সে বউ নিয়ে আর সংসার করা যায় না। এ সময় তারা খুনি হাসিনা ও তার সঙ্গীদের দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবি জানান। জুলাই আগষ্টে তৌহিদি ছাত্র ও জনতার আন্দলোনে ফ্যসিস্ট সরকার দেশ ছেড়ে পালিয়েছেন। দেশ আবার স্বাধীন হয়েছে। এ কারণে জামায়াতে ইসলামী আজ মুক্তভাবে সমাবেশ করতে পারছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন, সহকারী সে‌ক্রেটারী শাহাজালাল সবুজ, মাওলানা আব্দুল হা‌মিদ মিয়া, প্রচার সম্পাদক ‌মো‌ঃ আব্দুর র‌ফিক।
এ সময় গণজমায়াতে লন্ডন থেকে ভিডিও করফারেন্সে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রনেতা ব্যারিস্টার মাহবুব সালেহী।

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ মোঃ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার, ইসলামী ছাত্রশিবিরের কু‌ড়িগ্রাম জেলা সভাপতি মুকুল হো‌সেন, জামায়াতে ইসলামী উপজেলা শাখার সাবেক সেক্রেটারি খাইরুজ্জামান সরকার, কুড়িগ্রাম সদর থানা আমীর মাওলানা আব্দুস সবুর, জামায়াতে ইসলামী উলিপুর পৌর শাখার আমীর মাহফুজুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আইনুল হোসেন প্রমুখ।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন