
জামালপুরের সরিষাবাড়ীতে তিন মোটরসাইকেল চোরাকারবারি কে গ্রেফতার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃত সন্ধিগ্ধ আসামিদের রোববার জামালপুর আদালতে সোপর্দ করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার ব্রাহ্মণ জানি গ্রামের আনিসুর রহমানের ছেলে শরিফুল ইসলাম শিহাব (১৯), একই গ্রামের আজিজুল হক এর ছেলে মামুন মিয়া (২০), ও সরিষাবাড়ী উপজেলার ধানাটা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে আল আমিন (২৫) ।
এজাহার সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের মৃত আসকেত আলী খান এর ছেলে ক্যাবল নেটওয়াক ডিস ব্যবসায়ী হারুন অর রশিদ খান এর একটি লাল রংয়ের টিভিএস ১১০ সিসি মোটর সাইকেল গত ২৫ অক্টোবর তারিখে বিকাল অনুমান সাড়ে ৩ ঘটিকার সময় তাহার মোটর সাইকেল যোগে নিজবাড়ী হইতে সরিষাবাড়ী উপজেলার দিয়ারকৃষ্ণাই গ্রামের আলহাজ জুট মিলের দক্ষিন পার্শ্বে তার বোন জামাই কবির হোসেন এর বাসার সামনে ফাঁকা জায়গায় সন্ধ্যা সাড়ে ছয় ঘটিকার সময় মটর সাইকেলটি রেখে তার বোনের বাসার ভিতরে যান। পরে সন্ধ্যা অনুমান ৭.১০ ঘটিকার সময় বাসা হইতে বাহির হওয়ার পর তাহার মটর সাইকেলটি অজ্ঞাতনামা ব্যক্তি চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় হারুন অর রশিদ খান সরিষাবাড়ী থানায় বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করার প্রেক্ষিতে সরিষাবাড়ী থানার সাব-ইন্সপেক্টর রাশেদুল হাসান এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করাকালীন ২৭ অক্টোবর সকালে সরিষাবাড়ী পৌর সভার আরামনগর বাজারের শরিফুল ইসলাম শিহাব ও মামুন মিয়া কে আটক করেন। পরবর্তীতে পুলিশী জিজ্ঞাসাবাদে আসামীরা মোটর সাইকেল চুরি করেছে বলে স্বীকার করেন । চুরি হওয়া মোটর সাইকেলটি আল আমিন এর নিকট ১৯,৫০০/-টাকায় বিক্রি করেন। ওই চুরি হওয়া মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ। মোটরসাইকেল চোরাকারবারীরা জেলা সহ আশেপাশের বিভিন্ন জেলায় মোটর সাইকেল সহ অন্যান্য গাড়ী চুরি করে এবং চোর চক্রের সাথে সক্রিয় ভাবে জড়িত বলে প্রাথমিক ভাবে
সরিষাবাড়ী থানা পুলিশ সন্দেহ পোষণ করেন।
জানতে চাইলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া জানান, আন্ত:জেলা চোরা কারবারী চক্রের তিন সদস্য কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।