
আওয়ামীলীগসহ ১১টি রাজনৈতিক দলের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা ও বিগত তিন জাতীয় সংসদ নির্বাচনের বৈধতা নিয়ে করা পৃথক দুটি রিট আবেদন চালাবেন না বলে আদালতকে জানিয়েছেন আবেদনকারীদের আইনজীবী।
আজ মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চে আবেদনকারীদের পক্ষে সিনিয়র আইনজীবী আহসানুল করিম এই সিদ্ধান্তের কথা জানান। আদালত রিট দুটি “উত্থাপিত হয়নি” মর্মে খারিজ করেন।
রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী ও আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব আদালতে উপস্থিত ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলমসহ আবেদনকারীরা একটি রিটে আওয়ামীলীগসহ ১১টি দলের ওপর নিষেধাজ্ঞার দাবি করেন, যেখানে তাদের বিরুদ্ধে জনগণের হত্যা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের অভিযোগ তোলা হয়। আরেকটি রিটে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবি জানানো হয়েছিল।