কুলাউড়ায় ডিবির হাতে ইয়াবাসহ মজিদ আলী গ্রেপ্তার

ময়জুল ইসলাম, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪ । ৬:৩৩ অপরাহ্ণ

কুলাউড়ায় ১৫০ পিস ইয়াবাসহ মো. মজিদ আলী (৪৭) নামের এক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার তেলিবিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মজিদ ওই এলাকার মৃত আব্দুর রজাক মিয়ার ছেলে।

ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই এ এইচ এম মাহমুদুর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল শরীফপুর ইউনিয়নের তেলিবিল এলাকার মজিদ আলীর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় মজিদ আলীকে তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৫০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

পরে এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় কুলাউড়া থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন