লালমনিরহাটে রেকর্ডীয় যাতায়াতের রাস্তা বন্ধ করায়, রাস্তা খুলে দেওয়ার প্রতিবাদ মানববন্ধন

আব্দুস সামাদ, লালমনিরহাট :
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪ । ৬:৫১ অপরাহ্ণ

লালমনিরহাটে রেকর্ডীয় যাতায়াতের এররাস্তা বন্ধ করায়, রাস্তা খুলে দেওয়ার প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে লালমনিরহাট-কুড়িগ্রাম জাতীয় মহাসড়কে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকী এলাকাবাসী আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাতপাটকীর বাসিন্দারা জানান, জাতীয় মহাসড়ক থেকে সাতপাটকী এলাকায় প্রবেশের জন্য যে রাস্তাটি বন্ধ করে দিয়ে বাফার গোডাউনের কাজ করছেন সেই রাস্তাটি রেকর্ডীয় রাস্তা।

এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী তাদের রাস্তা সচল রাখার দাবি জানান।

তারা জানান, রাস্তাটি বন্ধ হলে চলাচলের অসুবিধা হবে পাশাপাশি আবাদি জমির ফসল ঘরে তুলে নিয়ে যাওয়া মুশকিল হবে।

এ বিষয়ে মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডল বলেন, বাফার গোডাউনের জন্য অধিগ্রহণকৃত জমির মাঝখানে রাস্তাটি সিএস, এস এ, বিআরএস রেকর্ডভুক্ত। রাস্তাটি বন্ধ হলে এলাকাবাসীর চলাচলের অসুবিধা হবে।

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, রেকর্ডভুক্ত রাস্তা অধিগ্রহণ হয়না। এ বিষয়ে আমার জানা নেই অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।

উল্লেখ্য, সাতপাটকী এলাকাবাসীর দাবি রেকর্ডীয় রাস্তা বন্ধ করে বাফার গোডাউন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন বাফার গোডাউন কর্তৃপক্ষ।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন