নির্মাণ প্রোকৌশল শ্রমিক ইউনিয়নের শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

মোঃ দেলোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার :
প্রকাশের সময়: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪ । ১০:৩৪ পূর্বাহ্ণ

টাঙ্গাইলের ধনবাড়ীতে টাঙ্গাইল জেলা নির্মাণ প্রোকৌশল শ্রমিক ইউনিয়নের ধনবাড়ী উপজেলা শাখার নব গঠিত আহ্বায়ক কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে ২৯ অক্টোবর মঙ্গলবার ধনবাড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ।

উক্ত শপথ গ্রহণ ও পরিচিতি সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান , সহ-সভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সি, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মহব্বত, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক লেবু , পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবাহান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিগত কয়েক বছর যাবৎ জাতীয়তাবাদী চেতনার নির্মাণ প্রোকৌশল শ্রমিকরা সুযোগ সুবিধা বঞ্চিত ছিলেন ।

নতুন উদ্যমে কাজ করার লক্ষ্যে এবং নিজেদের ন্যায্য অধিকার আদায়ের জন্য নব গঠিত আহ্বায়ক কমিটির শপথ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি এবং টাঙ্গাইল জেলা নির্মাণ প্রোকৌশল শ্রমিক ইউনিয়নের ধনবাড়ী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ এম আজিজুর রহমান । অনুষ্ঠানের এক পর্যায়ে সকলের পরিচিত পর্ব সম্পন্ন হয় ।

উক্ত অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান (সোহান) , সহ-সভাপতি মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: রনি এবং প্রচার সম্পাদক মো: দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন ।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন