
পাবনার সাঁথিয়ায় পূর্বশত্রুতার জের ধরে বাড়িতে হামলা চালিয়ে মহিলাসহ ৯ জনকে আহত করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯b অক্টোবর) দুপুর ২ টার দিকে উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ডাঙ্গা মাঝগ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে রিয়াজ উদ্দিন বাদী হয়ে ১২ জন নামীয় ও অজ্ঞাত আরও ১০/১২জনকে আসামী করে সাঁথিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানা গেছে, উপজেলার ডাঙ্গা মাঝগ্রামের বারেক,হাই ও শাহিনদের সাথে গাছ কাটাকে কেন্দ্র করে রিয়াজদের মধ্যে দ্বন্দ্ব হয়। যেহেতু সমস্যাটা নিজেদের শরীকদের মধ্যে এ জন্য সাঁথিয়া থানা পুলিশ মঙ্গলবার দুপুরে এ বিষয়ে মীমাংসা করে নেয়ার কথা বলতে ওই বাড়িতে যায়। এদিকে পুলিশ চলে আসার কিছুক্ষণ পরেই বারেক, হাই, শাহীনসহ সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রিয়াজের বাড়িতে হামলা করে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে মহিলাসহ কয়েক জনকে আহত করে। অপরপক্ষের হামলাকারী শাহীন নামে একজন আহত হয়েছে। আহতরা সবাই সাঁথিয়া হাসপাতালে ভর্তি রয়েছে। আহতরা হলো আউয়ালের স্ত্রী রাশিদা খাতুন (৩০), আব্দুর রাজ্জাক (৬০), শাহজাহান (৫০), মিতুল (২৯), আসমা খাতুন (৫৫), আকাশ আলী(১৮), মন্জিলা খাতুন(৪০), ফজিলা খাতুন ও অপরপক্ষের হামলাকারী শাহীন।
সাঁথিয়া থানার এসআই আব্দুল গাফ্ফার জানান, গাছ কাটা নিয়ে ওদের চাচাতো ভাইদের মধ্যে দ্বন্দ্ব, সেহেতু আমি আজ মঙ্গলবার গিয়েছিলাম ওদেরকে বিষয়টা মীমাংসা করে নেয়ার জন্য বলতে। আসার পরেই শুনি এ ঘটনা।
এ ব্যাপারে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।