রোয়াংছড়ি পরিদর্শনে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন

অসীম রায় (অশ্বিনী) বান্দরবান :
প্রকাশের সময়: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪ । ২:৪৭ অপরাহ্ণ

বান্দরবানের রোয়াংছড়িতে জেলা প্রশাসক মো. শাহ্ মোজাহিদ উদ্দিন সরকারি সফর করে শিক্ষা প্রতিষ্ঠান রোয়াংছড়ি কলেজ, রোয়াংছড়ি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রোয়াংছড়ি থানা ও নতুন নির্মাণধীন উপজেলা পরিষদে প্রশাসনিক ভবন, নির্বাহী অফিসারের বাসভবন ও অফির্সাস ক্লাবসহ উন্নয়নমূলক বিভিন্ন নির্মাণাধীন স্থাপনা প্রতিষ্ঠানগুলো সরেজমিনে পরিদর্শন করেন।

২৮ শে অক্টোবর পরিদর্শনের এসময় অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, সরকারি কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরী, রোয়াংছড়ি থানা তদন্ত অফিসার মো: আজাদ, উপজেলা প্রকৌশলী দিবাকর রায়, তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সহকারি কর্মকর্তা ও স্থানীয় জন প্রতিনিধিদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় সভা করেছেন। তিনি সরকারি কর্মকর্তাদের দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন এবং তাঁদের দাপ্তরিক কার্যক্রমের পাশাপাশি সরকারি কর্মসূচিগুলো সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পাদন করার আহবান জানিয়েছেন।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন