ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে নিয়োগ পাচ্ছেন যত শিক্ষার্থী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪ । ৩:০০ অপরাহ্ণ

ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে ৭০০ শিক্ষার্থীকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানান, প্রাথমিকভাবে ৩০০ থেকে ৪০০ জনকে নেওয়া হবে।

১ নভেম্বর জাতীয় যুব দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ বুধবার এক সংবাদ সম্মেলন যুব উপদেষ্টা এসব তথ্য জানান। তিনি জানান, শিক্ষার্থীরা পার্টটাইম হিসেবে ৪ ঘণ্টা করে সড়কের গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করবেন।

রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শিক্ষার্থী কাজ করবে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, সকাল ও বিকেল এই দুই সময়ে যানজট বেশি হয়। এই সময়ে একজন শিক্ষার্থী ৪ ঘণ্টা করে দায়িত্ব পালন করতে পারবেন।

 

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন