
১৯৪২ খ্রিষ্টাব্দে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বারমারীতে প্রায় ৪২ একর উঁচু পাহাড়ি ভূমিতে প্রতিষ্ঠা হয় বারমারী ধর্মপল্লীটি।
শেরপুরের গারো পাহাড়ে বৃহস্পতিবার শুরু হচ্ছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী ফাতেমা রানীর তীর্থোৎসব। জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার বারোমারী পাহাড়ে সাধু লিওর ধর্মপল্লিতে প্রতিবছর অক্টোবর মাসের শেষ বৃহস্পতি ও শুক্রবার এই উৎসব অনুষ্ঠিত হয়।
এই উৎসবকে সামনে রেখে বৃহত্তর ময়মনসিংহের খ্রিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের মাঝে উচ্ছ্বাস বইছে। দেশি বিদেশি হাজার হাজার পুণ্যার্থীর অংশগ্রহণে এই উৎসব উপলক্ষ্যে তীর্থস্থানটি বর্ণিল সাজে সাজানো হয়েছে। আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, এবারের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাকা ধর্ম মহাপ্রদেশের সহকারী বিশপ সুব্রত গমেজ।
ছবি : মো. মুক্তার হোসেন শেরপুর। বারোমারীর পাহাড়ে সাধু লিওর ধর্মপল্লিতে ফাতেমা রাণীর তির্থোৎসবে প্রর্থনায় ভক্তগন।