ধামইরহাটে ইউএনও কে বিদায় সংবর্ধনা

মোঃ উজ্জল হোসেন ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :
প্রকাশের সময়: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪ । ৫:৫১ অপরাহ্ণ

ধামইরহাটের উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন কে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

৩০ অক্টোবর বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম। শিক্ষক সমাজের সঙ্গে শিক্ষানুরাগী ইউএনও আসমা খাতুনের নিবিড় সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার গীতা রানী মহন্ত, বীরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারী মন্ডল(পলাশ)ইসবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, রাঙ্গামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হেনা মুসা প্রমুখ।

বিদায়ী ইউএনও আসমা খাতুন মহান পেশা শিক্ষকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে সন্ত্রাসমুক্ত, উন্নত বাংলাদেশ গড়ে তুলতে ছাত্রদের সুশিক্ষা প্রদানের অনুরোধ জানান।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন