বিশ্ব হাতধোয়া দিবসে র‍্যালি, আলোচনা ও হাতধোয়া প্রদর্শনী

নেত্রকোণা প্রতিনিধি:
প্রকাশের সময়: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪ । ৬:০৪ অপরাহ্ণ

“স্বাস্থ্য সুরক্ষা পরিষ্কার হাত, সর্বদা গুরুত্বপূর্ণ” এই স্লোগানকে সামনে রেখে আজ বুধবার (৩০ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা সহকারী প্রকৌশলীর কার্যালয়, জনস্বাসাথ্য প্রকৌশল অধিদপ্তর মদন, নেত্রকোণার আয়োজনে মদনে বিশ্ব হাতধোয়া দিবস-২০২৪ পালিত হয়।

বিশ্ব হাতধোয়া দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রেজোয়ান ইফতেকার। দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনার শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে হাতধোয়া শেখানো হয়। এতে সভাপতিত্ব করেন, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রোমমান আরা।

অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান ও সামিউল হায়দার শফি, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন তাং উজ্জ্বল, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক হুমায়ুন কবির, এটিও নাজমুল হুদা, একাডেমি সুপার ভাইজার জোসনা আক্তার প্রমুখ।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন