লালপুরে জোয়াড় আসরে অভিযান চালিয়ে ৪টি মোটরসাইকেল উদ্ধার

লালপুর (নাটোর) প্রতিনিধি :
প্রকাশের সময়: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪ । ৬:০৯ অপরাহ্ণ

নাটোরের লালপুরে জোয়াড় আসরে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে চারটি মোটরসাইকেল উদ্ধার করেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যার আগ মুহূর্তে লালপুর উপজেলার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনীর ক্যাপ্টেন মাছুদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ও লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর একটি চৌকস দল উপজেলার শ্রীরামগাড়ি এলাকায় একটি জোয়াড় আসরে অভিযান চালায়।

আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে জোয়াড়ুরা পালিয়ে যায়। এসময় পরিত্যক্ত অবস্থায় পুলিশ ৪টি মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সবচেয়ে বড় জোয়াড় আসরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন