
নাটোরের লালপুরে স্মরণকালের সবচেয়ে বড় জনসমাবেশ করেছে জামায়াতে ইসলামী। ২ নং ঈশ্বরদী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে ২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত নৃশংস পল্টন হত্যাকাণ্ড ও জুলাই ২০২৪ অভ্যুত্থানে হত্যাকারীদের বিচারের দাবিতে বুধবার (৩০ অক্টোবর) বিকেলে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
তিনি বলেন শেখ হাসিনা ২০০৬ সালের ১৮ সেপ্টেম্বর পল্টনের সমাবেশে সারা দেশ থেকে সন্ত্রাসীদের ঢাকায় লগি-বৈঠা আনার নির্দেশনা দেয় এবং ২৮ অক্টোবর সন্ত্রাসীদের সারা দেশ থেকে ভাড়া করে এনে নারকীয় হত্যাযজ্ঞ চালায়। এই হত্যাযজ্ঞের মধ্য দিয়েই বাংলাদেশের রাজনীতি গতিপথ হারায়। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়েই ২০০৮ সালের ২৯ ডিসেম্বরে একটি পাতানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো। এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ২৮ অক্টোবরের মামলাকে পুনরুজ্জীবিত করে শেখ হাসিনাসহ জড়িত সকলকে বিচারের মুখোমুখি করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতের সূরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওয়াহাব, উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম, সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেন, উপজেলা জামায়াতের সূরা ও কর্ম পরিষদ সদস্য সাজ্জাদুর রহমান উজ্জ্বল, জেলা ছাত্রশিবির সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাবেক জেলা ছাত্রশিবির সভাপতি হামিদুল ইসলাম, সাবেক জেলা সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা পশ্চিম শাখা ছাত্র শিবির সভাপতি সাব্বির আহমেদ, পূর্ব শাখা ছাত্র শিবির সভাপতি শরিফুল ইসলাম সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।