
আমি শূন্য
লেখক, সাংবাদিক শামীম আহমেদ
কিশোর কী চাও তুমি ? আমি যে আজ শূন্য
আমার দেবার কিছুই নেই ।
কী চাও তুমি ?
কী চাও আমার কাছে?
তুমি প্রেম চাইলে ,
আমি দিতে পারি কান্না চাপা এক বিষন্ন রাত
তুমি জ্যোৎস্না চাইলে
আমি তোমাকে কৃষ্ণপক্ষের গল্প শোনাতে পারি!
বিশ্বাস কর , আমি নেই… আমি শূন্য
তুমি জাগতিক জীবনের খুঁটিনাটি
আমার কাছে পাবে না
আমার কাছে ঝরে যাওয়া বকুলের গন্ধ আছে
আছে অভিমানী শিউলির তুলতুলে রং
যে পথে রাখালের বাঁশির সুর হারিয়ে ফেলেছে
আমি সেই সুর খুঁজে ফিরি
কিছুই নেই আমার কাছে
আমার কাছে তুমি কিছুই পাবে না
তুমি যদি শুনতে চাও প্রেমের কবিতা
আমি তোমাকে শোনাতে পারি
ভুল ব্যাকরণে লাল কালির কেটে দেওয়া
কিছু নষ্ট লাইনের অকবিতা।
যে শব্দের সুরে সুরে শুধুই
বিষাদ বেদনা পাবে ।
বিশ্বাস কর তুমি,
আমার কাছে কিছুই নেই
আমি শূন্য…।