
“তরুনদের স্বপ্নে গড়ি- সুন্দর নগরী” এই স্লোগান কে সামনে রেখে বিশ্ব বসতি দিবস ২০২৪ উপলক্ষে ব্লিডিং ক্লাইমেট রেসিলিয়েন্ট মাইগ্রেন্ট টাউন থ্রু লোকালি লেড এডাপটেশন শীর্ষক প্রকল্পের আওতায় ব্রাকের আয়োজনে দূষনমুক্ত নগর উন্নয়নে ময়লা আবর্জনা অপসারণ সহ পরিষ্কার পরিছন্নতা অভিযান শুরু হয়েছে।
বুধবার ৩০ অক্টবর সকাল ১০ টায় পটুয়াখালী পৌরসভার সহোযোগিতায় ০৯ নং ওয়ার্ডের কাটাখালী খালের দীর্ঘদিনের জমে থাকা ময়লা আবর্জনা অপসারণের মধ্যেদিয়ে এ পরিস্কার পরিছন্নতার অভিযান শুরু হয়ে ঝাউতলা শহীদমিনার চত্তরে এসে শেষ হয়।উক্ত পরিস্কার পরিছন্নতা অভিযানে স্বতস্ফূর্ত ভাবে সেচ্ছাসেবী হিসেবে পটুয়াখালী বিভিন্ন স্কুল কলেজের প্রায় দুই শতাধিক ছাত্র ছাত্রী অংশ নেয়।
এসময় আরো উপস্থিত ছিলেন ব্রাকের পটুয়াখালী প্রোজেক্ট ম্যানেজার শেখ মহিবুল্লাহ, পৌর প্রশাসকের পিএ মুক্তি পদ নন্দী, নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ, এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এইচএম সোলায়মান এবং নগর পরিকল্পনাবিদ ফারজানা ইয়াসমিন এবং ব্রাকের অন্যান্য কর্মীৃবৃন্দ