
হেমন্তকাল
কলমে :- সাংবাদিক শামীম আহমেদ
হেমন্তেরই আগাম বার্তা
শরৎ নিতে বিদায় ;
স্নিগ্ধ শীতে মৃদু গরম
পরতে হয় যে ধিদায়।
হেমন্ততে হাসি কান্না
জড়িয়ে রয় সদা ;
নবান্নের ধান ওঠে ঘরে
চাষির হাসির যদা।
শিশির ভেজা জলকণা
মুক্তার মতো ঝরে ;
সূর্যের হাসি যায় না দেখা
গুমরা মুখটা করে।
নবান্নেরই উৎসব চলে
বাংলার প্রতি ঘরে ;
উৎসব মুখর পরিবেশটা
প্রাণবন্ত যে করে।
শরিষার ক্ষেত হলুদ রঙে
দৃষ্টি কাড়া চিত্র ;
নানা ফুলের সৌরভ ছড়ায়
হয়ে ঋতুর মিত্র।