মালয়েশিয়া ভবন থেকে পড়ে হোসেনপুরের প্রবাসী আলাল উদ্দিনে মৃত্যু

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪ । ৫:০৮ অপরাহ্ণ

কিশোরগঞ্জের হোসেনপুরের মো: আলাল উদ্দিন (২৮) মালেশিয়ায় ভবন থেকে পড়ে মারা গেছেন। নিহতের পরিবার জানান, গত বুধবার (৩০ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে গত ৪ মাস পূর্বে আলাল উদ্দিন পরিবারের সুখের আশায় বেশী আয় রোজগারের জন্য মালেশিয়া পাড়ি জমান। কিন্তু গত বুধবার দুপুরে কাজ করার সময় একটি ভবন থেকে নীচে পড়ে গুরুতর আহত হলে তার সাথের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করেন।

ঐ দিন রাতে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মালেশিয়া থেকে আলালের মৃত্যুর খবর বাংলাদেশে গ্রামের বাড়ীতে জানানো হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিকে আলালের বাড়ীতে শোকের মাতম চলছে। নিহত আলাল উদ্দিন হোসেনপুর উপজেলার সাহেদল গ্রামের মো গোলাপ মিয়ার ছেলে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন