সাভারে ছাত্র হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আরিফ হোসেন, সাভার (ঢাকা) প্রতিনিধিঃ
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪ । ৬:৩৮ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাভারে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার, একাধিক হত্যা ও অস্ত্র মামলার আসামি বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম মণ্ডলকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার রাতে রাজধানীর মিরপুরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এরপর রাতেই সেলিম মণ্ডলকে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

১০ দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার সেলিম মণ্ডল (৫২) সাভার উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক। তিনি বিরুলিয়া ইউনিয়ন পরিষদেরও সাবেক চেয়ারম্যান।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া বলেন, গ্রেফতার সেলিম মণ্ডলকে রাতেই সাভার থানায় হস্তান্তর করেছে র‍্যাব। তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আজ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভারে প্রায় অর্ধশতাধিক ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের পরিবার পরবর্তীতে সাভার মডেল থানা ও আদালতে হত্যা মামলা করেন। এমন একাধিক মামলার এজাহারভুক্ত আসামি সেলিম মণ্ডল।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন