
নড়াইল সদর উপজেলায় তুলারামপুর এলাকায় গরু চোর সন্দেহে নুরনবী (২৯),জান্নাতুল শেখ (২১), দুলাল মিয়া (২৪) নামে ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনায় নড়াইল সদর থানায় অজ্ঞাত ২ হাজার জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।
বুধবার (৩০ অক্টোবর) রাতে নড়াইল সদর থানার উপ পরিদর্শক (এস আই) সুভাষ কুমার রায় বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
বৃহস্পতিবার (৩১অক্টোবর) বিকালে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত, মঙ্গলবার (২৯ অক্টোবর) দিন গত রাতে নড়াইল সদর উপজেলার তুলারামপুর গ্রামের হান্নান মোল্যার বাড়িতে একটি চোর দল আসে। তার বাড়ির কুকুরের ডাকে হান্নান মোল্যা টের পেয়ে চিৎকার করিলে প্রতিবেশীরা ছুটে আসে, এসময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করেন।
এসময় চোর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে ধরে স্থানীয়রা গণপিটুনি দেন এতে ঘটনাস্থলে ৩ জন মারা যান। ও আর একজন পালিয়ে চলে যায়।
নিহতরা হলেন,বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মাইজপাড়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে দুলাল মিয়া, একই উপজেলার আওলাদীপর গ্রামের বেলাল উদ্দীনের ছেলে নুরনবী ও নড়াইলের লোহাগড়া উপজেলার তেলকাড়া গ্রামের হাফিজুর মোল্লার ছেলে জান্নাতুল মোল্লা।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম বলেন, গরু চুরি করতে আসলে স্থানীয় লোকজনের গণপিটুনিতে ৩ চোর নিহত হয়েছে। নিহত, নুরনবীর নামে ৯/টি,জান্নাতুলের নামে ৫/টি ও দুলালের নামে ৫/টি করে মামলা পুলিশ রেকর্ডে রয়েছে। এই হত্যাকাণ্ডের সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।