ধামইরহাটে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব ঋনের চেক ও গাছের চারা বিতরণ

মোঃ উজ্জল হোসেন ধামইরহাট প্রতিনিধি :
প্রকাশের সময়: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪ । ৬:১৩ অপরাহ্ণ

নওগাঁর ধামইরহাটে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। ‘দক্ষ যুব গড়বে দেশ-বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১ নভেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বাস্তব সম্মত বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি নবাগত ইউএনও মো. মোস্তাফিজুর রহমান।

যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারের সভাপতিত্বে ও যুব ফোরাম সভাপতি জাহিদ ইকবালের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা সামসুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মিলন কুমার, ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার মানুয়েল হাসদা, যুব সংগঠক রাসেল মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আলমগীর হোসেন আরাফ, সফল নারী যুব উদ্যোক্তা তাপসী মনিজা, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, পৌর ছাত্রদলের আহবায়ক সাইদ বিন জাবেদ প্রমুখ।

সবশেষে মানবসেবা, উপজেলা যুব ফোরাম ও সোনার বাংলা যুব সংগঠনসহ সফল ৩ জন যুব সংগঠক ও একজন নারী উদ্যোক্তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং ১২ জনের মাঝে ৫ লাখ ৬০ হাজার টাকার যুব ঋণের চেক ও ২টি সংগঠনের মাঝে ২০২৪ সালকে স্মরনীয় করতে রাখতে ২৪টি গাছের চারা বিতরণ করা হয়।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন