স্ত্রীর উপর অভিমানে স্বামীর আত্মহত্যা

লালপুর (নাটোর) প্রতিনিধি :
প্রকাশের সময়: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪ । ৮:৪৩ অপরাহ্ণ

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের বড়বাদকয়া গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীর উপর অভিমান করে স্বামীর আত্মহত্যার চেষ্টার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

বড়বাদকয়া গ্রামের মুনতাজ উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৪০) এর সাথে পারিবারিক কলহের কারণে কিছুদিন আগে তার স্ত্রী বাবার বাড়ি চলে যায়। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং শুক্রবার সকাল সাড়ে ১১ টায় পরিবারের সদস্যদের অগোচরে সাইফুল গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী হাসপাতালে নেয়ার পথে সাইফুলের মৃত্যু ঘটে। এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান জানান, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন