
জোঁকা থেকে ছাড়লো অটো
ভাড়া নিলো টাকা দু’ টো!
টালিগঞ্জে চলে এলো
যাবে না আর নামতে হলো।
ট্রামে চড়ে ইকবালপুর
পায়ে হেঁটে আলিপুর (চিড়িয়াখানা) !
চিড়িয়াখানা বন্ধ দেখে
আবার তখন পায়ে হেঁটে,
চলে এলাম রাস্তায় !
বিদ্যা সাগর (ব্রীজ) দেখা যায়।
ব্রীজের কথা না ভেবে
মনে ভাবলেম যেতে হবে,
ভিক্টোরিয়া (মেমোরিয়াল পার্ক) একটু কাছে
চলে এলাম অবশেষে।
সন্ধ্যে তখন একটু বাকী
আর চলেনা একটু ফাঁকি,
চা খেলাম ঐ পার্কে বসে
হাজার কথা মনে ভাসে,
কলম ধরে আমি তখন
লিখতে বসি গল্প
অনেক চেষ্টা করেও আমি
পারি না লিখতে অল্প।
এমন করে সন্ধ্যা হলো
সবাই গেল চলে,
যেতে হবে আর থেকো না
পুলিশ গেল বলে।