
সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলাতেও নানা আয়োজনে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (২ নভেম্বর) সকাল ১১ টায় আক্কেলপুর উপজেলা পরিষদ চত্বরে সমবায় বিভাগের আয়োজনে উক্ত অনুষ্ঠারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম।
অনুষ্ঠানের শুরুতেই উপজেলা পরিষদ চত্বর জাতীয় পতাকা উত্তোলনের করে। একটি র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আবু হাসেম মোঃ মোকাররম হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, আরডা সমবায় সমিতির সভাপতি সাইফুল ইসলাম, সমতা সমবায় সমিতি সেক্রেটারি নুরুজ্জামান,ইউসিসি’র সভাপতি তোজাম্মেল হোসেন প্রমুখ।