
‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’শ্লোগানে ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে জেলা সমবায় কার্যালয়ের আয়োজন একটি র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
বিশিষ্ট সমবায়ী এবং ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপরিচালক জনাব রথীন্দ্রনাথ রায়। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব ইমরান জাকারিয়া এবং সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব রাজিয়া আক্তার চৌধুরী।
বক্তাগণ বলেন, সমবায়ের দর্শনের যথাযত প্রয়োগ ও বাস্তবায়নের দেশের আর্থিক অবস্থার উন্নতি ও সামাজিক বৈষম্য নিরসন করতে সবাইকে কাজ করার আহ্বান জানান। সমবায়ের মাধ্যমে কমংসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা সৃষ্টি করে বেকারত্ম দূর করা সম্ভব। অনুষ্ঠানে সমবায় দিবসের গুরুত্ব তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমবায় অফিসার জাফর ইকবাল।