কুষ্টিয়া পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ২ নভেম্বর, ২০২৪ । ৭:২৬ অপরাহ্ণ

কুষ্টিয়ার দৌলতপুরে পুকুরে পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।

শনিবার (২ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেরার রিফায়েতপুর ইউনিয়নের হরিণগাছি এলকায় এ ঘটনা ঘটে।

নিহতরা  ওই এলাকার খুদা বাক্সের ছেলে নুরাইল হোসেন (৪) ও মিজারুল ইসলামের মেয়ে ফাতেমা খাতুন(৪)। তারা দুইজন আপন চাচাতো ভাই-বোন। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে দুই চাচাতো ভাই-বোন খেলা করছিল। একপর্যায়ে বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়। সন্ধ্যায় পুকুরে তাদের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী উদ্ধার করে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন