চুনারুঘাটে ডাকাতি প্রস্তুতকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ ৩ ডাকাত গ্রেপ্তার

স্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি :
প্রকাশের সময়: শনিবার, ২ নভেম্বর, ২০২৪ । ১০:০৯ অপরাহ্ণ

হবিগঞ্জের চুনারুঘাটের বদরগাজি ডাকাতির প্রস্তুতকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ তিনজন ডাকাতকে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ।

আটককৃতরা হলেন- চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ এলাকার মৃত মিম্বর আলীর ছেলে মোঃ মিজানুর রহমান ( ২৫) ও সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বাল্লা ৯ নং মানিকপুর এলাকার মৃত আসাদুর রাহমানের ছেলে মোঃ ফয়সল আহমদ (৩০), একই উপজেলার ৯নং মাতার এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে মোঃ ছালিক আহমদ (২৮)।

শনিবার ২নভেম্বর ভোরে চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম দিকনির্দেশনায় ও এসআই লিটন রায় এর নেতৃত্বে গোপন সংবাদ ভিত্তিতে পাইকপাড়া ইউনিয়নের অন্তর্গত বদরগাজি বাজারস্থ আইয়ুব আলী মেম্বার এবং সাবেক জেলা পরিষদের সদস্যের অফিসের সামনে অভিযান চালিয়ে ডাকাতের কাছে থেকে চাইনিজ দা,গ্রিলকাটা কাটার, স্লাইরেন্স সহ ডাকাতির কাজে ব্যবহ্নত বিভিন্ন সরঞ্জামসহ ৩জন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নজরুল ইসলাম জানান,আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন