
“সমবায়ে পড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” শ্লোগান নিয়ে সমবায় বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া জেলার উদ্যোগে ৫৩ তম জাতীয় সমবায় দিবস ২০২৪ জেলা প্রসাশক সম্মেলন কক্ষে শনিবার (২ রা নভেম্বর) সকাল ১০: ৩০ ঘটিকায় উদযাপন এবং জাতীয় সমবায় পুরস্কার ২০২৩ প্রদান করা হয়।
এতে অর্থনৈতিক, সামাজিক ও উন্নয়ন কর্মকান্ড পরিচালনা এবং কর্মসংস্থান সৃষ্টিতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ মৎস্যজীবী ক্যাটাগরিতে ২০২৩ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতি সম্মাণনা পেয়েছে “নাসিরনগর ইউনিয়ন ও ভিটাডুবী ধীবর সমবায় সমিতি লিমিটেড।
জেলা সমবায় অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলমগীর হোসাইনের সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম এ পুরষ্কার প্রদান করেন।
নাসিরনগর ইউনিয়ন ভিটাডুবি ধীবর সমবায় সমিতির সাধারন সম্পাদক পরিমল দাস এ পুরস্কার গ্রহণ করেন।
পুরস্কার হিসেবে একটি সম্মাণনা স্মারক এবং সম্মাননা পত্র দেওয়া হয়।