
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা মাওলানা আবু আহমদ কল্যাণ ট্রাস্ট ও রিবাতের যৌথ উদ্যোগে অযুখানা ও টিউবওয়েল নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।
০৩ নভেম্বর রোজ রবিবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর “বুড়িশ্বর উত্তর গ্রাম সাত্তারিয়া মাছুমিয়া ফুরকানিয়া মদিনাতুল উলুম হাফিজীয়া মাদ্রাসা” চত্বরে অযুখানা ও টিউবওয়েল নির্মাণ কাজের শুভ উদ্বোধনে সভাপতিত্ব করেন কাজী মাওলানা আবু আহমেদ মিয়া ,অনুষ্ঠান পরিচালনায়, উত্তর গ্রাম হাফেজিয়া মাদ্রাসা ও মসজিদের ইমাম হাফেজ রায়হানুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্ভোধন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া।স্বাগত বক্তব্য রাখেন,
ট্রাস্ট সেক্রেটারি এডভোকেট আবু বকর সিদ্দিক।
আরো বক্তব্য রাখেন, হাফেজ মোহাম্মদ মগনিউল হাসান (এমফিল গবেষক তুরস্ক) ট্রাস্ট ট্রেজারার , মোঃ আবুল বাশার ট্রাস্ট সদস্য,বুড়িশ্বর উত্তর গ্রাম মসজিদের কোষাধ্যক্ষ হাজি আব্দুল মোতালেব মাস্টার,দোয়া পরিচালনা করেন শ্রীঘরের পীর সাহেব হযরত মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম, উপস্থিত ছিলেন, বুড়িশ্বর ইউপি সাবেক চেয়ারম্যান মো: ওয়ারিশ মিয়া, মসজিদ ও মাদ্রাসার সেক্রটারী ডা. মুহাম্মদ শাহজাহান মিয়া, ও বুড়িশ্বর ও শ্রীঘরের বিভিন্ন মসজিদের সভাপতিগন।
এছাড়াও দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি নিহারেন্দু চক্রবর্তী,দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মোঃ আরিফুর ইসলাম , দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি শামীম আল মামুন,দৈনিক রুপালী বাংলাদেশ প্রতিনিধি আহম্মদ হোসেন চৌধুরী,দৈনিক বর্তমান প্রতিনিধি মোঃ আব্দাল এবং মাদ্রাসা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।