অবৈধ কাজ করবেন তারপর সাহায্য চাইবেন, কারা আপনারা ভাই?

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩ । ২:০৪ অপরাহ্ণ

চলার পথে আমাদের অনেকের সাথে পরিচিত হওয়ার পর নাম্বার আদান, প্রদান হয়ে থাকে। তারপর নানাবিধ সমস্যায় পড়ে আপনারা ফোন করেন। সমস্যা হলে ফোন করতেই পারেন তাতে সমস্যা নাই কিন্তু নিজে আকাম করে তারপর ফোন করে সাহায্য চাওয়া, একইসাথে নিজের আকামকে কমপ্লিটলি ইগনোর করে বরং জাস্টিফাই করে, নিজেকে সাধু সাজিয়ে আপনারা যারা কল করেন তারা কি বোধহীন হয়ে উঠছেন?

এই যে আপনার অপকর্ম তৃতীয় মাধ্যম হয়ে কানে আসছে এতে আমার তো আপনার বিষয়ে জানতে ও ভাবতে চরম খারাপ লাগে, আপনার নিজের খারাপ লাগে না! নাকি অনুভূতি শূন্য আপনারা?
নিয়ম ভাঙবেন, আইন অমান্য করবেন, অবৈধ কাজ করবেন তারপর সাহায্য চাইবেন, কারা আপনারা ভাই?

সম্পর্কে তো কিছুই হন না, তারপরে এই যে, চাচা, মামা, ভাই, ভাগ্নে, বন্ধু বানিয়ে ফেলার যে সংস্কৃতিটা গড়ে তুলছেন, এসব নিয়ে নিজেদের ব্যক্তিত্বটা নড়বড়ে মনে হয় না আপনাদের?
আবার আপনাদের মুখেই শুনতে হয় এটা হয় না, ওটা হয় না! ধিক…এই মানসিকতার ধারকগণের প্রতি…!
লেখক : এডিসি, ক্যান্টনমেন্ট ও খিলক্ষেত, ডিএমপি।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন