
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া রেলষ্টেশন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পিকআপ ভর্তি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি হলো –
চাপাইনবাবগঞ্জ জেলার গমস্তাপুর থানার তেতুলতলা ভাটপাড়া এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে সেলিম মিয়া (২৭) ও একই জেলার শিবগঞ্জ থানার আজমতপুর গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে রুবেল মিয়া(২২)।
রবিবার ৩ নভেম্বর সকালে ৬টার দিকে মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন দিকনির্দেশনায় হরষপুর(তেলিয়াপাড়া ফাঁড়ির) এস আই বুলবুল নেতৃত্বে ঢাকা – সিলেট মহাসড়ের তেলিয়াপাড়া রেলষ্টেশন সংলগ্ন স্হানে চেকপোস্ট বসিয়ে পিকআপ আটক করে তল্লাশি করে ৩০কেজি ভারতীয় গাঁজাসহ দুইজনেক গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারের বিষয় নিশ্চিত করেন,মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, তেলিয়াপাড়া রেলষ্টেশন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশী অভিযান চালিয়ে দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এব্যাপারে থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। গ্রেফতার দুজনকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।