নরসিংদীর মনোহরদীতে দশম শ্রেণীর ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

আবুনাঈমরিপন:
প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪ । ৩:২৩ অপরাহ্ণ

৪ইং নভেম্বর সোমবার বিকেলে নরসিংদীর মনোহরদীর সরকারি কলেজ সংলগ্ন আনিকা (১৫) নামে এক স্কুল ছাত্রীকে বাসার ভিতরে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ।

এ সময় তার খালা পাপিয়া আক্তার মারাত্মক রক্তাক্ত আহত হন । নিহত আনিকা (১৫) বেলাবো উপজেলা পুরাদিয়া গ্রামের শাহজাদা নূরে আলম এর মেয়ে । সে কৃষ্ণপুর ভোকেশনাল স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। আহত পাপিয়া আক্তার (৪৯) মৃত আব্দুস সাত্তার মাস্টারের স্ত্রী,মনোহরদী সরকারি কলেজ সংলগ্নে আব্দুস সাত্তার মাস্টারের বাসা বাড়িতে ঘরের ভিতরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। আনিকার মা নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয় চাকরি করার কারণে খালা পাপিয়ার বাড়িতে থেকে পড়াশোনা করতো আনিকা।

স্থানীয়রা জানান, বিকেল চারটায় দিকে পাপিয়া আক্তার রক্তাক্ত শরীর নিয়ে বাসা থেকে বের হয়ে চিৎকার করতে থাকে , এ সময় প্রতিবেশীরা তার বাড়িতে ঢুকে তার বোনের মেয়ে আনিকাকে রক্তাক্তঅবস্থায় মৃতদেহ দেখতে পায় , পরে লোকজন আনিকার খালাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেফার্ড করেন।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল হোসেন বলেন ঘটনাস্থল থেকে তরুণীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য আনিকার মৃতদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি রক্তাক্ত চাপাতি।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন