
জেলার ডোমারে ঢাকাগামী নৈশকোচ তয়েজ পরিবহনের চাকায় পিষ্টহয়ে মফিজুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত মফিজুল জোড়াবাড়ি ইউনিয়নের দারিকামারী এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে।
মঙ্গলবার বিকালে জোড়াবাড়ী ইউনিয়নের, ধঞ্চনপুর বাজারে মেইলের পার নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী হরিদাস রায় ও ভাতিজা নুর ইসলাম বলেন, মির্জাগঞ্জ বাজার থেকে ব্যাটারিচালিত ভ্যানযোগে ছেলে আযমকে সাথে নিয়ে মফিজুল বিদুৎ বিল দেওয়ার জন্য ডোমারের দিকে আসছিলো। ভ্যান চালক মনো ইসলামও আহত হন । এক মাত্র ছেলে আজমও ভ্যানে ছিলেন । এ সময় ডোমার থেকে চিলাহাটিগামী দ্রুতগামীর নৈশকোচ তয়েজ এন্টার প্রাইজ ধঞ্চনপুরের মেইলের পার নামকস্থানে ভ্যানটিকে ধাক্কাদিলে ঘটনাস্থলেই ভ্যানের আরোহী মফিজুল নিহত হন।
ডোমার থানার অফিসার্স ইনচার্জ মোঃআরিফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।