কালাই কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মো:মিশিকুল মন্ডল স্টাফ রিপোর্টার:
প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪ । ৯:৩৩ অপরাহ্ণ

জয়পুরহাট কালাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে সরিষা, গম, ভুট্টা, শীতকালীন পেঁয়াজ ও মসুর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কর্মসূচির শুভ উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান।
এসময় কৃষি কর্মকর্তা অরণ্যচন্দ্র রায় কৃষকদের মাঝে বক্তব্য রাখেন এইগুলা বীজ ও সার নিয়ে সবাই ভালো ফসল উৎপাদন করে লাভজনক হওয়ার পরামর্শ দেন।

এসময় কালাই উপজেলায় বিভিন্ন গ্রামের কৃষকেরা উপস্থিত ছিলেন কালাই উপজেলায় মোট ১ হাজার ৮০০ শ’ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে। প্রতিজন কৃষক কে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সাংবাদিকগণ

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন