কালীগঞ্জে সীমান্তে গরু পাচারকালে যুবক আটক

মো:সিরাজুল ইসলাম পলাশ লালমনিরহাট জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪ । ২:১২ অপরাহ্ণ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভারতীয় গরু পাচার করতে সীমান্তে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে আটক হয়েছেন রোস্তম আলী (৩৫) নামে এক বাংলাদেশি যুবক।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) লোহাকুচি ক্যাম্পের নায়েক আব্দুল মতিন।

এর আগে মঙ্গলবার ভোররাতে উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি সীমান্তের ৯১৮ নং পিলার এলাকা থেকে তাকে আটক করে বিজিবি। আটক রোস্তম আলী ওই এলাকার ফরিদ আলীর ছেলে।

বিজিবি জানায়, ভোরে ভারতীয় ওপারে কুচবিহার সীমান্তের ভাড়াটিপাড়া থেকে গরু আনতে অবৈধ ভাবে ভারতে যান ১০/১২ জন চোরাকারবারি। ফেরার সময় লোহাকুচি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে। এতে সবাই পালিয়ে গেলেও রোস্তম আলীকে আটক করে বিজিবি সদস্যরা। এ ঘটনায় আটককৃত রোস্তম আলীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করে বিজিবি।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লোহাকুচি ক্যাম্পের নায়েক আব্দুল মতিন বলেন, আটক রোস্তম আলীর বিরুদ্ধে মামলা দিয়ে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন