
১. গরম ও আর্দ্রতার প্রভাবে অনেকের ত্বক হয় তেলতেলে। আবার কারও স্যাঁতসেঁতে। যে কারণে ত্বকে ক্লান্তি বা অস্বস্তি অনুভূত হতে পারে। তাই ভারী বেস এড়িয়ে চলুন। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের সহজ উপায় মেকআপ বেসকে যতটা সম্ভব হালকা রাখা। এতে লোমকূপও স্বাভাবিকভাবে কাজ করবে। তাই ফাউন্ডেশন হওয়া চাই আবহাওয়া উপযোগী।
২. বর্তমান আবহাওয়ায় ভারী ফাউন্ডেশনের বিকল্প হতে পারে বিবি বা সিসি ক্রিম; যা কমপক্ষে এসপিএফ ৩০-যুক্ত হতে হবে। এ ধরনের ফাউন্ডেশনের অনেকটা বাড়তি সুবিধা রয়েছে। যেমন মেকআপ লুকের পাশাপাশি ত্বককে আর্দ্র রাখবে। দাগছোপ ঢেকে রাখবে আর রোদেও সুরক্ষা দেবে।
৩. চাইলে টিন্টেড ময়েশ্চারাইজারও ব্যবহার করতে পারেন। এটি মুখের ত্বকে আর্দ্রতার জোগান দেওয়ার পাশাপাশি মেকআপ লুককেও রাখে সতেজ।