লালমনিরহাটে পৌরসভার সামগ্রিক কার্যক্রমে গতিশীলতা আনায়নের লক্ষ্যে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

আব্দুস সামাদ লালমনিরহাট :
প্রকাশের সময়: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪ । ৬:৩০ অপরাহ্ণ

লালমনিরহাটের ছাত্র জনতার গণ বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে পৌরসভার সামগ্রিক কার্যক্রমে গতিশীলতা আনায়নের লক্ষ্যে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ ।

বুধবার (৬ নভেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট পৌর শপিং কমপ্লেক্স পৌর হলরুমে লালমনিরহাট জেলা প্রশাসন ও লালমনিরহাট পৌরসভার আয়োজনে এক দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট পৌরসভার প্রশাসক মোঃ মাহবুবুর রহমান-এঁর সভাপতিত্বে লালমনিরহাট পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর বিশ্বজিত কুমার বনিক-এঁর সঞ্চালনায়। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। লালমনিরহাট পৌরসভার সেবা মূলক কার্যাবলি উপস্থাপন (মাল্টিমিডিয়া) করেন লালমনিরহাট পৌরসভার শহর পরিকল্পনাবিদ এ এস এম আশরাফুজ্জামান তালুকদার। পৌর সেবায় গণ বিপ্লবের পূর্ব অবস্থা ও বর্তমান অবস্থার মূল্যায়ন করেন লালমনিরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ আইয়ুব আলী, পাটগ্রাম পৌরসভার নির্বাহী প্রকৌশলী ধীমান চন্দ্র রায় প্রমুখ। বক্তব্য রাখেন লালমনিরহাট পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম পাটোয়ারী প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান, লালমনিরহাট পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা হরানন্দ রায় সহ লালমনিরহাট পৌরসভা ও পাটগ্রাম পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন